বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম ।

সাংবাদিক নির্যাতন বাংলার মাটিতে চলবে না

 

বাংলার মাটিতে সাংবাদিক নির্যাতন চলবেনা

কিছুদিন ধড়ে সাংবাদিক নির্যাতন বেড়ে চলছে গতদিনে সাংবাদিক নির্যাতন হয়েছে অনেকের কাছে এখনো হচ্ছে। এই নির্যাতন বন্ধ করতে হবে যারা কলম যোদ্ধা কে ভালোবাসে না তাদের বিপক্ষে দাড়াবে “বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম কমিটিবৃন্দ। বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এর নব নির্বাচিত সভাপতি মোঃ রিয়াদুল ইসলাম জামাল – বলেন “বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম” কারও গোলামি করা সংগঠন নয় কারও দাসত্ব করার সংগঠন নয় এটি হলো অবহেলিত নির্যাতিত সাংবাদিক ভাই বোনদের পাশে দাঁড়ানো সংগঠন। কোন জায়গায় কলম কে অপমান করলে আমরা বশে থাকবো না থাকতে পারিনা। সমাজে সত্য তুলে ধড়তে গিয়ে হতে হচ্ছে নির্যাতন। বছর বছর থাকতে হচ্ছে জেলে অপমান হতে হচ্ছে দিনের পর দিন। যারা সাংবাদিক এবং কলম যোদ্ধা কে পছন্দ করেনা তাদের হুশিয়ারি করতে চাই আপনারা সাবধান হয়ে যান নতুবা এই কলম একদিন আপনার পিছনে যুদ্ধ ঘোষণা করবে। কুয়াকাটা কিছুদিন আগে আমাদের এক সহযোদ্ধা কে কুপিয়ে রক্তাক্ত করেছে এ রকম প্রতিনিয়ত হচ্ছে কারন একটাই সাংবাদিক নির্যাতন হলে সুস্থ বিচার হয়না বলে। অসাধু লোকদের বলতে চাই কতজন কে মারবেন কতজন কে জেলে দিবেন কতজন কে হুমকি দিবেন। যদি বাংলাদেশে কলম যোদ্ধা নেমে যায় আপনাদের মতন অসাধু চক্র মাটে ৫ মিনিট। থাকতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ আইনশৃঙ্খলা কাজে যারা নিয়োজিত আছেন তাদের বলতে চাই সাংবাদিক ভাই বোনেরা নির্যাতন হলে সুস্থ বিচার এবং আইনী প্রতিকার করবেন। মনে রাখবেন সাংবাদিক সমাজের আয়না এই আয়না ভেঙে গেলে সমাজের কালো মুখোশ গুলি জনতার কাছে পরিষ্কার হবেনা। পরবর্তীতে কোন সাংবাদিক ভাই বোনেরা নির্যাতন হলে “বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম” ব্যানার নিয়ে মাঠে নামবে। সত্য তুলে ধড়তে গেলে গণমাধ্যম কর্মী যদি হয়রানি হয় এ সমাজে তাহলে সত্য বলে কিছু থাকবে না মিথ্যার আড়ালে সত্য লুকিয়ে যাবে। সত্য যাতে লুকিয়ে যেতে না পারে সে ব্যাবস্থা আমরা করবো। তাই আসুন একতাবদ্ধ হয়ে সমাজের কাছে সত্য তুলে ধড়তে হবে। বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এ আসুন একতাবদ্ধ হয়ে সমাজের দুর্নীতি রাহাজানি লুটতরাজ বন্ধ ঘোষণা করে কাধে কাধ মিলেয়ে যাতে চলা যায়।

একতাই শক্তি একতাই বল কলম নিয়ে যুদ্ধে চল।

কলম দিয়ে করব জয়
আমরা করিনা কোনো ভয়।

সাংবাদিক আমরা সত্য তুলি
তাইতো মোদের শুনতে হয় শয়তানের গালি।
সত্য পথে চলবে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম। আসুন আপনার আমার অধিকার আদায়ের লক্ষ্যে হাতে হাত রাখি, শক্ত করে কলম ধরি।
বাংলাদেশে সকল সাংবাদিক এগিয়ে আসলে গড়তে পারবো সোনার বাংলাদেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top